বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নব গঠিত জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৮ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর অন্তর্গত চৌধুরী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩নং কাজলসার ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি জামাল আহমদ-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সুমন-এর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা আব্দুল মালিক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপি’র নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, ৩নং কাজলসার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মারুফ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আজিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল বাছিত, মানবাধিকার বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা সুরুজ আলী, এমাদ উদ্দিন, নেজাম উদ্দিন, আলতাফ হোসেন ও আব্দুস সবুর প্রমূখ।
সভা শেষে উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির দায়িত্বশীলদের ফুলেরমালা দিয়ে বরণ করেন বৃহত্তর চৌধুরী বাজার এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
Leave a Reply