1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চার সন্তানের জননী নিহত জকিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি রাস্তা সংস্কারের অভাবে জনদূর্ভোগ জকিগঞ্জে কামালপুর গ্রামবাসীর ঈদপূর্ণমিলনী ও সংবর্ধনা জকিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এস.এম.পারভেজ-কে ঘোষনা করলেন এলাকাবাসী জকিগঞ্জে ছাত্র জমিয়তের কর্মী উৎসব ও তারবিয়াতি সভা সম্পন্ন জকিগঞ্জে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন সুরমা-কুশিয়ারা নদী ভাঙ্গন প্রতিরোধে ঐক্যবদ্ধ জকিগঞ্জবাসী জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামতে জনতার পাঁশে জামায়াতে ইসলামী জকিগঞ্জে বন্যা: আশ্রয়কেন্দ্রে নেই ঈদ আনন্দ জকিগঞ্জে বন্যায় হারিয়ে গেছে পানিবন্দি মানুষের ঈদ আনন্দ

জকিগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সা.সম্পাদকসহ ২৬ আসামীর আদালতে আত্মসমর্পণ: জামিন নামঞ্জুর

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (১২ মে) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। তবে আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জকিগঞ্জের পাঁচটি মামলায় ২৬জন আসামী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারীরা বিভিন্ন মামলার আসামী বলে জানান তিনি।
জানা গেছে, আত্মসমর্পণকারী জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামী। এর আগে উচ্চ আদালত থেকে তারা ৮ সপ্তাহের জামিনে ছিলেন। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।
এদিকে, আদালতে আত্মসমর্পণ করতে আসা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে হেনস্থা করেছে ‍বিক্ষোব্দ জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উত্তেজিত জনতাকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, আসামীদের আদালতে তোলার সময় মারধরের চেষ্টা করেন বিক্ষোব্দ জনতা। এসময় একজন তেড়ে এসে হামলার চেষ্টা করেন। পরে পুলিশ শক্ত অবস্থান নিয়ে বিক্ষোব্দ জনতাকে সরিয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের জকিগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়। চার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামী করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট