1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২৮ মে ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থনে বিশাল মতবিনিময় করলেন এড. মোশতাক ভারত থেকে কানাইঘাট হয়ে জকিগঞ্জ আসছে মাদক! জকিগঞ্জে ভারতীয় চিনির চালানসহ দুই চোরাকারবারি আটক জকিগঞ্জে স্ত্রীর যৌতুক ও নির্যাতন মামলায় স্বামী কারাগারে জকিগঞ্জের মাদারখাল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন জকিগঞ্জের গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোঃ আবুল কালাম আজাদ জকিগঞ্জে ইয়াবাসহ ১জন আটক সিলেটে বসবাসরত জকিগঞ্জবাসীর সাথে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র মতবিনিময় জকিগঞ্জ থানার ওসি’র সহায়তায় হারানো শিশু খোকন ফিরে পেলেন বাবা জকিগঞ্জের সোনাসার বাজারে পাওয়া শিশুটির পরিবারের সন্ধান চায় জকিগঞ্জ থানা পুলিশ

জকিগঞ্জ টিভি’র পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বজন সমাবেশ অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৮৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টেলিভিশন জকিগঞ্জ টিভি’র পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আড়ম্বরপূর্ণ আয়োজনে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ২ ঘটিকার সময় জকিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ টিভি’র প্রোগ্রাম উপস্থাপক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী’র সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ আল মনজুর ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আবু সুফিয়ান চৌধুরী মিজান।
জকিগঞ্জ টিভি’র ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত-এর স্বাগত বক্তব্যে সুচীত এ সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না ও জকিগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ বেলাল উদ্দিন।
সমাবেশে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বদরুল খান, জকিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন-এর সভাপতি তানভীর আল হাসান, প্রাক্সিস জকিগঞ্জ’র পরিচালক শরীফ আহমদ সাগর, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রনি প্রমূখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে সিলেটের জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইনসহ অতিথিবৃন্দের উপস্থিতিতে কেক কেটে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে জকিগঞ্জ টিভি আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, মানবসেবা ফাউন্ডেশন, জকিগঞ্জ, প্রাক্সিস জকিগঞ্জ ও টিম জকিগঞ্জকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘সময়ের পরিক্রমায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানে। সংবাদ সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও প্রচার জগতেও নতুন দিগন্তের উন্মোচন করেছে মোবাইল জার্নালিজম। তবে দর্শক-শ্রোতার নির্ভরতা আর ভরসার জায়গা অর্জন করে নিতে দক্ষতার পরিচয় দিতে হবে মোবাইল জার্নালিস্টদের।’
বক্তারা জকিগঞ্জ টিভি’র বিগত দিনের কার্যক্রম প্রশংসনীয় উল্লেখ করে বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে মোবাইল ফোন আর ফেসবুক লাইভকে পুঁজি করে অনেক নামসর্বস্ব অনলাইন টিভি গজিয়ে উঠেছে। তবে এখন দর্শক-পাঠক সচেতন থাকায় ভালো কাজ করা মাধ্যমগুলোই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। একটি আদর্শ অনলাইনভিত্তিক সংবাদ প্লাটফর্ম হিসেবে জকিগঞ্জ টিভি নিজেকে মেলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশা করি।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট