সিলেট নগরীর আম্বরখানা-বিমানবন্দর সড়কের পাঁশে মজুমদারী এলাকায় বাসার ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই তরুণী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টার দিকে মজুমদারি আবাসিক এলাকার তরঙ্গ ১২/১ নং হাজী হুমায়ুন ভিলায় এ ঘটনা ঘটে। সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়আইল গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে সামিয়া রহমান (১৮) ও একই উপজেলার বালিঙ্গা গ্রামের সাহেল আহমেদের মেয়ে সাদিয়া জান্নাত ইভা (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন আহতদের আত্মীয় মিনহাজ আহমদ।
তিনি জানান, আহতদের মধ্যে সামিয়া’র অবস্থা খুবই সংকটাপন্ন। সাদিয়া’র অবস্থাও গুরুতর। এ অবস্থায় তাদের সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট এম.এ.জি.ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ২ ঘটিকায় এ সংবাদ লেখা পর্যন্ত রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়ার প্রস্তুতি চলছে।
মিনহাজ আহমদ জানান, আহত দুইজন আপন ফুফাতো-মামাতো বোন। তারা খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ছাদে কাপড় তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
Leave a Reply