সিলেট নগরীর উপশহরস্থ বৃহত্তর আই ব্লক (জি ব্লক, এইচ ব্লক, আই ব্লক, জে ব্লক) নিয়ে আই ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার রাতে উপশহরে আই ব্লক মার্কেটের অস্থায়ী কার্যালয়ে সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠক হুমায়ুন রশিদ সুমন।
সাধারণ সভায় ব্যবসায়ীদের সর্বসম্মতিতে সাহেল আহমদ খানকে সভাপতি ও কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমদ, সহ-সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী লিটন, সহ-সভাপতি সুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশু তুষ বৈষ্ণব, দপ্তর সম্পাদক আব্দুল হাফিজ ও কার্যকরি সদস্য আফজল চৌধুরী, সোহরাব আলীকে নিয়ে আংশিক কমিটি গঠন করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক’কে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য দায়িত্ব প্রদান করা হয়।
Leave a Reply