জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ‘মঞ্জুরী কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের স্মারকের আলোকে শিক্ষা বোর্ডের সচিব ১৯ ডিসেম্বর স্বাক্ষরিত একপত্রে এ মনোনয়ন দেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান সংক্রান্ত মঞ্জুরী কমিটির ৯ সদস্যের একজন অধ্যক্ষ আল মামুন। সিলেট জেলার বাইরে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে তিনি একমাত্র সদস্য। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব, কলেজ পরিদর্শকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ছাড়া বোর্ডের তিন শতাধিক কলেজের মধ্য থেকে মাত্র ৩টি কলেজের অধ্যক্ষ এ কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন।
Leave a Reply