1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার—প্রফেসর চৌধুরী মামুন আকবর সমবায়ের সুফল জনগণের সামনে তুলে ধরতে হবে — ইউএনও মাহবুবুর রহমান জকিগঞ্জের আইন-শৃংখলা বিষয়ে অংশীজনদের বক্তব্য ও পরামর্শ নিলেন পুলিশ সুপার ফেসবুকে গুজব ছড়ানোয় নেই জবাবদিহি: গুজবকারীদের বিরুদ্ধে কঠোর হওয়া উচিত কুরআনমুখী প্রজন্ম গঠনে নাজাত ফাউন্ডেশনের ভূমিকা অনন্য–মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী দেশজুড়ে নতুন করে আলোচনায় জকিগঞ্জের সন্তান চিত্রনায়ক সালমান শাহ ইছামতি ডিগ্রি কলেজে তালামীযে ইসলামিয়ার নবীন বরণ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে–ভিপি মাহবুবুল হক চৌধুরী জকিগঞ্জে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস মুন্নী: নুমান উদ্দিন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার—প্রফেসর চৌধুরী মামুন আকবর

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেছেন, শিক্ষার্থীরা যেন নিয়মিত লেখা-পড়া করে এবং সর্বদা যেন চেষ্টা করে দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে। শিক্ষার্থীরা এমন লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে তোমাদের সাফল্য কেউ আটকে দিতে পারবেনা। লক্ষ্য যদি অটুট থাকে, তবেই তোমাদের বিজয় আসবেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার হবে।

তিনি আরও বলেন-শিক্ষার্থীরা শুধু জিপিএ-৫ পেয়ে মেধাবী হলে চলবেনা, শিক্ষার্থীদের মেধাবী হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হতে হবে। বর্তমান সময়ের অনেক ডাক্তার মেধাবী শিক্ষার্থী হলেও তাদের অনেকের অমানবিকতা দেখে আমরা অবাক হই। তাই একজন শিক্ষার্থী মেধাবী হওয়ার পাশাপাশি মানবিক হওয়াটা বেশি দরকার। তিনি গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থীরা আজ বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিচালনা করছেন উল্লেখ করে বলেন- শুনেছি দেশের ৬৪টি জেলার মধ্যে ৫২টি জেলার জেলা প্রশাসক সেই গ্রাম থেকে পড়া-লেখা করে উঠে আসা। তাই আমি বিশ্বাস করি- আগামী দিনে তোমাদের মধ্যে থেকে অনেকেই ডিসি, এসপি, সচিব, এমপি ও মন্ত্রী সহ বড় বড় রাজনীতিবীদ হবে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ঐতিহ্যবাহী লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও সিলেট সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ছালিক আহমদ চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কবি মুহিউদ্দিন হায়দার ও সহকারী শিক্ষক হোসনে আরা বেগমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ ও কবি আবুল কালাম আজাদ খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক মেধাবী শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. ইকবাল আহমদ চৌধুরী, সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জালাল আহমদ, লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান জুলকারনাইন লস্কর।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. হারিছ উদ্দিন, বিদ্যালয়ের কারিগরি শাখার ইনস্ট্রাক্টর শরীফ আহমদ, দিলীপ কুমার মজুমদার, শিক্ষক এমদাদুর রহমান, সাবেক মেধাবী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রকিব তাপাদার, ডা. সৈয়দ আহমদ আল জাবির, নাজিম উদ্দিন, হুমায়ুন আহমদ চৌধুরী নয়ন ও তানিহা জান্নাত প্রমূখ।
অনুষ্ঠান শেষে সাবেক ও বর্তমান মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট