চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে আলী আহমদ (২২) নামে জকিগঞ্জের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে স্থানীয় হালিশহরে একটি ভবনের নির্মাণ কাজ চলাকালীন বাকেট থেকে পড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আহমদ জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামের সামসুল ইসলামের ছেলে।
জানা যায়, নির্মাণাধীন ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন আলী আহমদ। সকালে ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত বাকেট থেকে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় আলী আহমদকে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লোহারমহল গ্রামের লোকজন জানান, পরিবারের মুখে হাসি ফুটাতে বাবার সাথে রাজমিস্ত্রির কাজ করতেন আলী আহমদ। বাবা-ছেলের কঠোর পরিশ্রমে কোনমতে তাদের সংসার চলছিল। কিন্তু এভাবে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে সে মারা যাওয়ায় পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে। এলাকার মানুষের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply