1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের হৃদয়ে অবস্থান করতে চাই–চাকসু মামুন আমরা নির্বাচিত হলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ উপহার দেবো—হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এ দেশ এ মাটি আমাদের, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে–মুফতী আবুল হাসান ফাহিম আল্ চৌধুরী সমগ্র বাংলাদেশের একটা উদাহরণ–অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী জকিগঞ্জ মুক্ত দিবস আজ ধানের শীষ প্রতীক না দিলে আত্মহত্যার হুমকি বিএনপি নেতা আলহাজ্ব চেরাগ আলীর! ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জ সীমান্তে বিজিবির হাতে অর্ধ কোটি টাকার ইয়াবা জব্দ জকিগঞ্জে বিএনপি নেতা আব্দুল বাছিত স্মরণে শোকসভা অনুষ্ঠিত

জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলাকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় জকিগঞ্জ এম.এ.হক চত্ত্বরে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের উদ্যোগে জকিগঞ্জ জনদাবী আদায় পরিষদ ও আমরা জকিগঞ্জবাসী এ সভার আয়োজন করে। জকিগঞ্জ জনদাবী আদায় পরিষদের সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান-এর সভাপতিত্বে এ সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠক শাহজাহান মোঃ সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত এ সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী বাবুল আহমদ। জনদাবি আদায় পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদের স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, সিলেট জেলা জামায়াতে ইসলামীর শিল্প-বাণিজ্য সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী জাবেদ, জকিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন সহ সভাপতি কয়েছ আহমদ, সাংবাদিক আবু বক্কর ফয়সাল ও আহসান হাবীব লায়েক প্রমূখ।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন তাপাদার, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, পৌর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, জমিয়ত নেতা মাওলানা আব্দুল মুকিত, উপজেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ গুলজার ও ছাত্র মজলিস নেতা সাজিদুর রহমান জিহান প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ হানাদার মুক্ত হয় এবং এলাকাটি দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে পরিচিতি পায়। অথচ এত বছরেও সরকারিভাবে এই ঐতিহাসিক বাস্তবতা স্বীকৃতি পায়নি। তারা বলেন, “এটি ইতিহাস বিকৃতি এবং জাতির গৌরবের প্রতি চরম অবহেলা।” জনসভায় বক্তারা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল’ হিসেবে সরকারি স্বীকৃতি না দিলে সারা দেশে ব্যাপক প্রচার ও আন্দোলন গড়ে তোলা হবে। তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলেন—“এটি সময়োপযোগী, ন্যায্য ও জাতীয় মর্যাদার দাবি।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট