জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম সুপার লীগ-২০২২-এর প্রথম আসর জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ২.৩০ঘটিকায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ফাইনাল খেলা শুরু হয়।
ফাইনালে “আটগ্রাম ওরিয়র্স” বনাম “গ্রীণ গ্যালাক্সি অব আটগ্রাম” মাঠে পরস্পর মোকাবেলা করে “আটগ্রাম ওরিয়র্স” ৫ উইকেটে জয় লাভ করে। টসে জিতে “আটগ্রাম ওরিয়র্স” ফিল্ডিং বেছে নেয়। প্রথমে “গ্রীণ গ্যালাক্সি অব আটগ্রাম” ১২ ওভারে ৮৬ রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে “আটগ্রাম ওরিয়র্স” ৫ উইকেটে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং পাশাপাশি গ্রীণ গ্যালাক্সি অব আটগ্রাম রানার্সআপ নির্বাচিত হয়।
আটগ্রাম গোল্ডেন বয়েজ ক্রিকেট ক্লাবের সভাপতি আব্দুল মুনিম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহতাব উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্কর।
সুপার লীগের এ আসরে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বীর আহমদ, জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, আটগ্রাম বাস ষ্টেশন বাজারের সাবেক সহ সভাপতি আব্দুল মালেক আনিছ, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সহ সভাপতি বখতিয়ার উদ্দিন জামাল, আমেরিকা প্রবাসী আব্দুল করিম, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছালেহ আহমদ কবির, বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম , আমেরিকা প্রবাসী আব্দুল মতিন, সমাজসেবী আব্দুস সোবহান প্রমুখ।
উক্ত খেলায় আম্পায়ারিং এর দায়িত্বে ছিলেন অভিজ্ঞ ক্রিকেটার কবির আহমদ, শাহ আলম, মনসুর আহমদ ও আহমদ আল মাসরুর।
উল্লেখ্যঃ আটগ্রাম গোল্ডেন বয়েজ ক্রিকেট ক্লাবের উদ্যোগে আটগ্রামের পার্শ্ববর্তী মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আটগ্রাম সুপার লীগের প্রথম আসর শুরু হয়েছিলো।
সম্পূর্ণ বিপিএল-এর নিয়ম অনুযায়ী খেলা পরিচালনা হয়েছে। এতে আটগ্রাম গোল্ডেন বয়েজ ক্রিকেট ক্লাবের সকল সদস্যদের প্লেয়ার ড্রাফটের মাধ্যমে চারটি দলে বিভক্ত করে চারজন টিম মালিকের মাধ্যমে দেয়া হয়। গত ১১ফেব্রুয়ারী উদ্বোধনী খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।আটগ্রাম গোল্ডেন বয়েজ ক্রিকেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত “আটগ্রাম সুপার লীগ” এর আয়োজকবৃন্দ বলেন, সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। দৈহিক ও মানসিক সুস্থতা, মাদকমুক্ত সমাজ এবং কিশোর, যুবাদের অবক্ষয়মুক্ত রাখতে পড়ালেখার পাশাপাশি জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অন্যতম।
খেলাধুলা এমন একটি বিষয়, যা মানুষকে জয়-পরাজয়ের মানসিকতা শিক্ষা দেয়। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার ভূমিকা অন্যতম। বৃহত্তর আটগ্রামে তরুণদেরকে সৃজনশীল কাজকর্মে যুক্ত রাখতে আটগ্রাম সুপার লীগ নামে প্রথম আসর আয়োজন করেছি। ক্রিকেট হলো একটি ঐতিহ্যবাহী খেলা। আমাদের এই আয়োজনের মাধ্যমে পাড়ার ক্রিকেটারদের দক্ষতা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং ক্রিকেটকে আবারো নতুন করে জাগাবে।
অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দল এবং প্রতি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ এবং সর্বোচ্চ উইকেট শিকারী টুর্নামেন্টের অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
Leave a Reply