জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী কামালপুর গোরস্থানে পাঁচ লক্ষ টাকার সরকারি বরাদ্ধ প্রদানের ঘোষণা দিয়েছেন সিলেট জেলা পরিষদ-এর প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মস্তাক আহমদ পলাশ। তিনি সোমবার কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কামালপুর গোরস্থান উন্নয়ন কমিটি আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।
জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান জহুরুল হক খসরু’র সভাপতিত্বে ও জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী’র পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ সুমেল আহমদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ-এর প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোঃ মস্তাক আহমদ পলাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ-এর ১৩নং ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর জননন্দিত চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া ও কানাইঘাটের ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়ন পরিষদ-এর একাধিক বারের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেট জেলা পরিষদ-এর সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ আলম চৌধুরী, সিলেট ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন-এর সভাপতি আব্দুল বাতিন ফয়সল, জাতীয় পার্টি নেতা নুমানুর রশিদ চৌধুরী, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বুদুর ও সাবেক ইউপি সদস্য সেলিম চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ (ফুরুক মেম্বার), বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহিম কামালী, প্রধান শিক্ষক মামুনুর রশীদ স্বপন ও কামালপুর গোরস্থান উন্নয়ন কমিটির সভাপতি রশীদ আহমদ হানিফ প্রমুখ।
Leave a Reply