জকিগঞ্জ উপজেলার প্রচীনতম দ্বীনি বিদ্যাপীঠ গঙ্গাজল হাসানিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে গঙ্গাজল হাসানিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে চমৎকার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদের সবলীল উপস্থাপনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সাহেদ আহমদ ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন মারুফ আহমদ।
শিক্ষার্থীদের যৌথ জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সূচীত এ সমাবেশে অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দেন গঙ্গাজল হাসানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. হাফিজ আহমদ মজুমদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ও সিলেট জেলা পরিষদের ১৩নং ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী।
সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মোস্তাক আহমদ ও প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রভাষক এ.এস.এম. আনোয়ারুল আলম।
এছাড়া সুধী সমাবেশে বক্তব্য রাখেন সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাবেক শিক্ষার্থী মাহমুদুল হাসান, মাদ্রাসার শিক্ষার্থী আমাতুল্লাহ হানিফা, শিক্ষার্থী আবু ইউসুফ ও মাহফুজা আক্তার প্রমূখ।
সমাবেশে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ-এর কমান্ডার ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী,
৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন, জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ জিল্লুর রহমান সুহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, রাজনগর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.জি. বাবর, আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিন, মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য মোঃ জালাল উদ্দিন, আহমদ মনসুর আলম, আইনুল হক খান, সুপারিন্টেন্ডেন্ট হাফিজ মাওলানা জামিল আহমদ, মোঃ আব্দুছ ছাত্তার ও মোঃ আব্দুর রহমান প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মজুমদার বলেন, মাদ্রাসার উন্নয়নে শিক্ষার্থীদের দাবীগুলো দাবী নয়, এগুলো তাদের অধিকার। ক্রমান্বয়ে তাদের সকল দাবী পূরণ করা হবে। এছাড়া সমাবেশে অতিথিবৃন্দ মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বাদ মাগরীব মাদ্রাসার প্রাক্তন সভাপতি মরহুম আব্দুল মালিক কালন মিয়ার রুহের মাখফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply