সিলেটের জকিগঞ্জ উপজেলার গোটারগ্রাম পয়েন্টে ৭টি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দোকানগুলোতে নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) ভোর রাতে জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম ত্রিমোহনী পয়েন্টে এ চুরির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে জকিগঞ্জ থানার এসআই মেরাজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, গোটারগ্রাম ত্রিমোহনী পয়েন্টে অবস্থিত হাফিজ জুবায়ের আহমদের শাহজালাল এন্টারপ্রাইজ, মোঃ আব্দুস শহীদের জুমারা স্টোর, কাওছার আহমদের দেলওয়ার স্টোর, গিয়াস আহমদের গিয়াস স্টোর, আতাউর রহমান লস্কর স্মৃতি পাঠাগার, জামিল আহমদের হোটেল, কবির আহমদের হোটেল এই ৭টি দোকানের তালা ভেঙ্গে চোরচক্র দোকানে প্রবেশ করে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শাহজালাল এন্টারপ্রাইজের মালিক হাফিজ জুবায়ের আহমদ জকিগঞ্জ সংবাদকে জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে খবর পাই আমার দোকানসহ আরও ৭টি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।
জুমারা স্টোরের মালিক আব্দুস শহীদ বলেন, তাঁর দোকান এর আগেও আরেকবার চুরি হয়েছে। গতরাতে পুনরায় চুরেরা দোকানের মালামাল ছাড়াও একটি টমটম গাড়ি ব্যাটারী নিয়ে গেছে।
স্থানীয় মঙ্গলসার গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুস সুবহান বলেন, চোরেরা চোরাইকৃত মালামাল কোথাও না কোথাও বিক্রি করবে। সবাই একটু চোঁখ-কান খোলা রাখলে এদের ধরা সম্ভব। তিনি পুরাতন মালামাল কেউ বিক্রি করতে গেলে তাদের আটকে রাখার জন্য জকিগঞ্জ-কানাইঘাটের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন।
গোটারগ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মাওলানা কফিলুজ্জামান কফিল জকিগঞ্জ সংবাদকে জানান, তিনি বুধবার দিবাগত রাত ২টার দিকে গোটারগ্রাম পয়েন্ট হয়ে বাড়িতে গিয়েছেন। তখন ঘন কুয়াশা থাকলেও এমন কোন ঘটনা চোঁখে পড়েনি। তাঁর ধারণা এই চুরির ঘটনা বৃহস্পতিবার ভোর রাতে সংঘটিত হয়েছে।
তিনি একই রাতে এক সাথে ৭টি দোকানে চুরির ঘটনা নজিরবিহীন উল্লেখ করে বলেন, এর সঙ্গে বড় কোনো চক্রের পাশাপাশি এলাকার কেউ জড়িত থাকতেও পারে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ সংবাদকে বলেন, জকিগঞ্জ থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে চোরচক্রকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply