জকিগঞ্জ থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার পথে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয়েছে জকিগঞ্জের মাদক ব্যবসায়ী সুহেল আহমদ ওরফে চুন্নু।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি-এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে ১ হাজার ৬১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক সুহেল আহমদ (চুন্নু) জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত সহিদাবাদ গ্রামের মৃত শুয়াইবুর রহমান ও আমিনা বেগমের ছেলে।
জানা যায়, সিলেট থেকে ময়মনসিংহগামী ‘সাগরিকা পরিবহন’ নামীয় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ইয়াবাসহ চুন্নুকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।
অভিযান শেষে উপ-পরিদর্শক মোঃ আজগর আলী বাদী হয়ে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply