জকিগঞ্জের পত্রিকা বিক্রেতা ও পৌর এলাকার কেছরী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার রতনগঞ্জ বাজারে পত্রিকা বিক্রি করে বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলামের আত্মীয় মাওলানা মনজুর আহমদ।
মৃত্যুকালে নজরুল ইসলাম স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও গুণগ্রাহী রেখে যান। পত্রিকা বিক্রেতা নজরুল ইসলামের মৃত্যুর খবরে পুরো জকিগঞ্জ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ ২৫ বছরের এই পত্রিকা বিক্রেতাকে ঘিরে দেশ-বিদেশ থেকে স্মৃতি চারণ ও প্রশংসা করতে দেখা যায়।
বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। শতশত মানুষের উপস্থিতিতে জানাজায় ইমামতি করেন কেছরী জামে মসজিদের ইমাম মাওলানা মুহসিন রাব্বানী। পরে কেছরী জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে দীর্ঘদিনের পত্রিকা বিক্রেতা ও সবার পরিচিত প্রিয়মূখ নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি বদরুল হক খসরু, এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, অফিস ও পাঠাগার সম্পাদক কে.এম.মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুর্শেদ আলম লস্কর, নির্বাহী সদস্য আল মামুন, রিপন আহমদ ও আল হাছিব তাপাদার প্রমূখ।
এক শোক বার্তায় জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, জকিগঞ্জে সংবাদপত্রের পাঠক তৈরিতে নজরুল ইসলামের ভূমিকা ছিল অতুলনীয়। তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর থেকে পাঠকের নিকট নিরলসভাবে পত্রিকা পৌছে দিতেন। ব্যক্তি জীবনে তিনি অত্যান্ত সদালাপী ও সহজ সরল ছিলেন।
Leave a Reply