জকিগঞ্জের ১নং বারহাল ইউনিয়নের শাহগলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বারহাল ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে স্থানীয় শাহগলী বাসস্ট্যান্ডে এ ঈদ পুনর্মিলনী ও প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বারহাল ইউপি শাখার সহ সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আইনুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি জননেতা মোঃ নুরুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন, সহ সভাপতি জিয়াউর রহমান চৌধুরী, সেক্রেটারী মাওলানা জয়নুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আবু সুফিয়ান ফরিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, যুব বিষয়ক সম্পাদক মোঃ সুলাইমান, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা সুহাইল আহমদ চৌধুরী, জামায়াতে ইসলামী নেতা ফয়জুল ইসলাম চৌধুরী, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার নেতা জুবায়ের আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মাওলানা ইউসুফ আলী, সহ সভাপতি হাফিজ শামসুদ্দিন মুহাম্মদ শামীম, ইসলামী যুব আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস ছামাদ, মো. ইজ্জাদ, মাওলানা ওলিউর রহমান শিকদার, মাওলানা জসিম উদ্দিন সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলন নেতা সৈয়দ মারজান আহমদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে।
সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ও ইসলামী আইন বাস্তবায়নের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের শান্তিশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্য ইসলামী দলগুলোর ডাকে সাড়া দিয়ে ইসলামী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
বক্তারা ফিলিস্তিন ইস্যু উল্লেখ করে বলেন, ফিলিস্তিনে হামলা বন্ধে জাতিসংঘসহ বিশ্বনেতৃবৃন্দ দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। গাজার নিরীহ নিরপরাধ মানুষের ওপর ইজরায়েলের হামলা চরম মানবতাবিরোধী অপরাধ। ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইসলামি রাষ্ট্র প্রধানগণ ইজরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সকল বাণিজ্য বন্ধ ও ইজরায়েলী পণ্য বয়কটের আহবান জানান।
Leave a Reply