জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামের মরহুম এম.এ.মান্নান (চাক্কা মান্নান)-এর ছেলে বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নেতা মোঃ আব্দুল হামিদ শরীফ (৬০) বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর ইসলামী হাসপাতালে হার্ট এ্যাটাকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মোঃ আব্দুল হামিদ শরীফ ছিলেন বারভিডার সাবেক সভাপতি ও রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি অসংখ্য সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ফুফাতো ভাই ইত্তেশাম আহমদ চৌধুরী জানান, জানাজা আগামীকাল (শুক্রবার) বাদ জুম্মা (বিকাল ২ ঘটিকায়) জকিগঞ্জ উপজেলার থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Leave a Reply