জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউপির চারিগ্রাম (মাদাননগর) এলাকার এক প্রবাসীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির সদস্য মামুনুর রশীদ রুবেল (৩২) জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাত চোরেরা তাদের বসতঘরের ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় এবং সব কিছু তছনছ করে দরজা জানালা খোলে চলে যায়।
অভিযোগকারী জানান, ঘটনার রাতে পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে দেখতে পান ঘরের দরজা খোলা। পরে পরিবারের সবাই এসে দেখে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।
Leave a Reply