জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দী’র আগামী তিন বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ১৪৯ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হাড়িকান্দি জামেয়া মিলনায়তনে মাদ্রাসার পার্শ্ববর্তী ৮/১০টি গ্রামের শতাধিক মুরব্বিয়ান ও যুব সমাজের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
পরিচালনা কমিটির উপদেষ্টা হিসাবে রয়েছেন শায়খ মাওলানা আব্দুল মুছাব্বির আইওরী, শায়খ মাওলানা আব্দুল করীম ফাজিলে করাচি, শায়খ মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, শায়খ মাওলানা আব্দুর রউফ, শায়খ মাওলানা জাওয়াদুর রহমান, শায়খ মাওলানা ফখরুল ইসলাম, মুফতি মাওলানা মাসউদ আহমদ, মুফতি মাওলানা আবুল হাসান, মাওলানা নাজিম উদ্দিন ও মাওলানা হুজায়ফা আহমদ চৌধুরী।
জামেয়া পরিচালনা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ছদরে এদারা শায়খ মাওলানা জিয়া উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন জামেয়ার মুহতামীম শায়খ মাওলানা ওলীউর রহমান এবং সহ সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন জামেয়ার নায়বে মুহতামীম মাওলানা হাফিজ মুফতি হামিদুর রহমান মাদানী। এছাড়াও পরিচালনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল হাকিম (দরগাবাহারপুর), মস্তাক আহমদ লস্কর (গোটারগ্রাম), আব্দুল মালিক চৌধুরী (মানিক মিয়া) (নান্দিশ্রী), আব্দুস সাত্তার (দরগাবাহারপুর), হাফিজ মাওলানা জুবায়ের আহমদ (কামালপুর), জিয়াপুর মহল্লার আব্দুল গফফার, নুরুল আমীন চৌধুরী, মাওলানা আলী আহমদ, আব্দুল হক, দরগাবাহারপুর পূর্ব মহল্লার জহির আলী, ফারুক আহমদ, আব্দুল হক (হকই মিয়া), আবুল কালাম, কবির আহমদ, দরগাবাহারপুর বড় মহল্লার মাওলানা আব্দুল হাকিম, আব্দুর রাজ্জাক, নজমুল ইসলাম, ছখাই মিয়া, হাফিজ আব্দুল করিম, নেজাম উদ্দিন রিজাব, ময়না মিয়া, হাজী আব্বাস উদ্দিন, নাজিম উদ্দিন মেম্বার, ফয়জুর রহমান, আব্দুস সাত্তার, দরগাবাহারপুর হাওরবন্দ মহল্লার মুহিব মিয়া, হাজী রফিক মিয়া, মলিক মিয়া, দরগাবাহারপুর পশ্চিম মহল্লার মানিক মিয়া, আব্দুস সবুর (মাখন মিয়া), মাওলানা জিয়াউর রহমান ফারুকী, আতিকুল ইসলাম, মাওলানা আব্দুন নুর, কবির আহমদ, হাড়িকান্দি এলাকার আবুল খায়ের, সুনা মিয়া, শমসুল মিয়া, মানিক মিয়া, নান্দিশ্রী এলাকার আব্দুল মালিক চৌধুরী, এমাদ উদ্দিন খান, বেলাল আহমদ, নুমান উদ্দিন চৌধুরী, বাবুল মিয়া, মিছবাহ উদ্দিন চৌধুরী, কবির আহমদ, শহিদ আহমদ, সাত্তার চৌধুরী, ছদরুল মিয়া, মাওলানা মনিরুল ইসলাম ফুয়াদ, বুরহান আহমদ, এওলাসার ও মনসুরপুর এলাকার মাওলানা আব্দুস সালাম, জাবু মিয়া, ছালিক আহমদ চৌধুরী, নজরুল ইসলাম, ছাব্বির আহমদ, নিলাম্বরপুর ও বালাউট এলাকার প্রকৌশলী মোস্তফা শাহরিয়ার চৌধুরী, জাবেদ আহমদ চৌধুরী, শামসুল ইসলাম চৌধুরী, গোলাম মাহবুব চৌধুরী, জামিল আহমদ মুহিব, কাজলসার এলাকার সুলেমান আহমদ, পলাশপুর এলাকার হারুন মিয়া, আবুল কাসেম, বদরুল ইসলাম, শফিকুল ইসলাম হীরা, মাশুকুর রহমান, মাওলানা রফিক আহমদ (ফুরুক), মোস্তফা আহমদ, আব্দুল খালিক, দক্ষিণ গোটারগ্রাম এলাকার ফজলুল হক মেম্বার, মস্তাক আহমদ, বাবুল আহমদ, আব্দুল হক, উত্তর গোটারগ্রাম এলাকার মস্তাক আহমদ লস্কর, মুখলিছুর রহমান (কুটি মিয়া), হাজী আখদ্দছ আলী, আব্দুল লতিফ (লতাই), আব্দুস সুবহান (সাকু), মাহতাবুর রহমান (মাতু), আব্দুল মান্নান, আব্দুল লতিফ (লতু), মাওলানা কফিলুজ্জামান (কফিল মেম্বার), হারুন রশীদ, আব্দুর রাজ্জাক, ছালিক আহমদ, মঙ্গলসার এলাকার কবির আহমদ, আব্দুল মান্নান, হেকিম মাওলানা আব্দুল করিম লস্কর, নেজাম উদ্দিন, নুমান উদ্দিন, আব্দুস সাত্তার, কড়ইমুড়া এলাকার হারুন রশীদ, আখই মিয়া, সুরুজ আলী, পশ্চিম গোটারগ্রাম এলাকার আব্দুল হক (লখাই), মছলুল হক, জবরুল ইসলাম জবু, জাহেদ আহমদ, নজরুল ইসলাম, হাছানুল আলম হাছনু, উত্তর জামুরাইল এলাকার শামীম আহমদ, ময়জুল হক তালুকদার, মাওলানা জিহাদ উদ্দিন, জামুরাইল বড় মহল্লার আব্দুস সাত্তার, এবাদুর রহমান, আহাদুর রহমান মুন্না, আব্দুল লতিফ, আজমল হোসেন, মাস্টার জুবায়ের আহমদ, মিজান আহমদ জিবান, ইয়াছিন আলী. জামুরাইল পশ্চিম মহল্লার মোঃ আব্দুল করিম, মিফতাহ উদ্দিন, মামুন আহমদ, কামালপুর দক্ষিণ মহল্লা রফিক আহমদ মেম্বার, রশিদ আহমদ হানিফ, ইমরান আহমদ, কামালপুর বড় মহল্লার মাওলানা শিব্বির আহমদ, বদরুল হক, আব্দুল মুতলিব, মনজুর আহমদ, নজরুল হক, কামালপুর পীরকোণা ও নয়াবাড়ি মহল্লার মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা ওসমান গণী, আব্দুল করিম, ওলীউর রহমান, আব্দুল্লাহ মেস্ত্রী, ফারুক আহমদ ফুরুক মেম্বার, আলতাফ উদ্দিন, কামালপুর উত্তর মহল্লার হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, আসহাব উদ্দিন, রহমত আলী হেলালী, আব্দুল মালিক, কামালপুর দিঘিরপার মহল্লার এনামুল হক (মিঠু), শফিকুর রহমান, কামালপুর নানখার মহল্লার আব্দুল মজিদ, আটগ্রাম এলাকার মাওলানা শাহজাহান আহমদ, মাওলানা আব্দুল মালিক, জামাল আহমদ, আব্দুস ছালাম মেম্বার, আব্দুল মুতলিব, আফতাব উদ্দিন, মারুফ আহমদ, মাওলানা সালেহ আহমদ, আব্দুর রশীদ, আব্দুল হানিফ, কামরুল ইসলাম ও এবাদুর রহমান।
Leave a Reply