সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামের একটি ডোবা থেকে উপুড় হয়ে পানিতে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ (ওমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ অজ্ঞতনামা ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশ ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায় নি। তবে এ ঘটনায় জকিগঞ্জ থানা পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডি পুলিশ তদন্ত করছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
Leave a Reply