নাজকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান (আতা মিয়া)’র ‘মা’ ময়রুন্নেছা (৭৩) ইন্তেকাল করেছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর কামালপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুমার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় কামালপুর ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে আতাউর রহমান (আতা মিয়া)’র মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া, সাবেক চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, এম.এ.রশীদ বাহাদুর, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমান, জকিগঞ্জ প্রেসক্লাব-এর যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল কামালী প্রমূখ।
Leave a Reply