জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া বড় মহল্লা জামে মসজিদে ইতিকাফ পালনরত অবস্থায় জুনেদ আহমদ (৫৭) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে ইতিকাফ পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যু বরণ করেন।
শিক্ষক জুনেদ আহমদ জকিগঞ্জ উপজেলার ঘেচুয়া গ্রামের বাসিন্দা ও গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
একজন শিক্ষকের আকস্মিক মৃত্যুতে পুরো উপজেলার শিক্ষক সমাজ ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আগামীকাল সোমবার (২৪ মার্চ) বেলা ২ ঘটিকাযর সময় জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের চারিগ্রাম মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
স্থানীয়রা জানান, শিক্ষক জুনেদ আহমদ গত ২০ রমজান থেকে মসজিদে ১০ দিনের জন্য এতেকাফ শুরু করেছিলেন। তিনি সুস্থ অবস্থায় ছিলেন থাকলেও রোববার বিকেলে হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যান। প্রেসার ছাড়া তাঁর আর কোন রোগ ছিলোনা বলে পারিবারিক একটি সূত্র জানিয়েছে।
Leave a Reply