সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকা থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আব্দুল খালিক (৫৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) বিকাল ২ ঘটিকার দিকে আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁশে খায়রুল ফার্মেসীর সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক আব্দুল খালিক সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের পূর্ব চারিগ্রামের মৃত রজব আলীর ছেলে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন-এর নির্দেশে ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর সরাসরি তদারকিতে এ অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ জহিরুল ইসলাম।
পুলিশ জানায়, আটক আব্দুল খালিকের নিকট থেকে ৭টি কালো রংয়ের বায়ুরোধক পলিব্যাগের ভিতর থেকে ২০০ শত পিস করে মোট ১ হাজার ৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে ।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জকিগঞ্জ সংবাদকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করে ১৪০০ পিস ইয়াবাসহ উল্লেখিত আসামিকে গ্রেপ্তার করেছেন।
তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম এবং সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারদ্বয়ের নির্দেশনা মোতাবেক মাদক উদ্ধার অভিযান চলমান থাকবে। মাদক নির্মূলে তিনি জকিগঞ্জবাসীর সার্বিক সহায়তা কামনা করেন।
Leave a Reply