সিলেটের জকিগঞ্জ উপজেলায় ২০২৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে তাওসিফ কবির শিক্ষা ও উন্নয়ন প্রকল্প।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার একাধিক বারের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে সূচীত এ সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন যুক্তরাষ্ট্র প্রবাসী তাওসিফ কবির চৌধুরী।
মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ-এর সভাপতিত্বে ও পরচক ফ্রেন্ডশীপ ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানটি মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।
তাওসিফ কবির চৌধুরী শিক্ষা ও উন্নয়ন প্রকল্পের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী কবির আহমদ চৌধুরীর উদ্বোধনী বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদ-এর ১৩নং ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, ১নং বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন হাফিজ মজুমদার বিদ্যানিকেতন-এর প্রধান শিক্ষক মোঃ হারিছ উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল মালিক, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মাওলানা আব্দুল বারী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল ইসলাম চৌধুরী, পরচক ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি রেজাউল করিম চৌধুরী নবেল, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাফিসা শাব্বির চৌধুরী আকিফা ও সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলের ছাত্র শাহ মোঃ রাসহাব বিন নজরুল।
অনুষ্ঠানে স্বাধীনতাকে নিয়ে চমৎকার কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী সাদিয়া আফরিন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন।
Leave a Reply