জকিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি সম্প্রচারে যুক্ত হয়ে শপথে দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা মুক্ত সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, নারী প্রতিনিধি, সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের বিভিন্ন উপকারভোগীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন।
সংগঠক ময়নুল হকের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত এ অনুষ্ঠানে অংশ নেন জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, আনসার ভিডিবি কর্মকর্তা দিব্যেন্দু চক্রবর্তী মিঠুন, জকিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল খালিক, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক তপন কুমার মন্ডল, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি শায়খ মাওলানা আব্দুল মুছাব্বীর, জকিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হুদা, বৈষম্য বিরোধী আন্দোলন সিলেট-এর অন্যতম নেতা রেদোয়ান আহমদ রাফি, জুলাই যুদ্ধা জাফর আহমদ, এনজিও কর্মী আব্দুল হামিদ, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ সভাপতি কয়েছ আহমদ, ছাত্র অধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলা সভাপতি শাকিল চৌধুরী, সেচ্ছাসেবী আনোয়ার হোসেন, উপকারভোগী সজনা বেগম ও কিশোরী-কিশোরী ক্লাবের সদস্য ছামিয়া আক্তার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে মানবিকতা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা জাগিয়ে তুলতে এই ‘জুলাই পুনর্জাগরণ’ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও আবৃত্তির মাধ্যমে সমাজ সচেতনতামূলক পরিবেশনা তুলে ধরেন।
এই আয়োজন উপজেলার জনগণের মাঝে উদ্দীপনা ও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রেখেছে বলে মত দিয়েছেন আয়োজকরা।
Leave a Reply