জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ নজমুল হক (নাজমুল) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ শে মার্চ) ভোরে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পূর্ব লোহারমহল গ্রামের নজমুল হক (নাজমুল)-এর বসতবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।
আটক নজমুল হক (নাজমুল) জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পূর্ব লোহারমহল গ্রামের আব্দুর রহিম-এর ছেলে।
জানা যায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর প্রত্যক্ষ নেতৃত্বে ও দিকনির্দেশনায় জকিগঞ্জ থানার এসআই মোহন রায় ও রেজুয়ান আলী মোল্লা একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ আটক নজমুল হক (নাজমুল)-এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে একটি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকেটের ভিতর থেকে ২০০ পিস হালকা লাল রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তার আরেক সহযোগী উত্তর লোহারমহল গ্রামের নিমার আলী ছেলে মুছব্বির আলী (মছই) পালিয়ে যায়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-৩০/০৩/২০২২ খ্রিস্টাব্দ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জকিগঞ্জ থেকে মাদক নির্মূলে টিম জকিগঞ্জ বদ্ধ পরিকর।
Leave a Reply