1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন সিলেট-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ: নির্বাচন করতে অনড় ও বেপরোয়া চাকসু মামুন সিলেটে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষে মতবিনিময় সভা দেশে এসেছেন শিক্ষা ও মানবতার অগ্রদূত ফাহিম আল্‌ চৌধুরী: যোগ দিবেন বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বিপ্লবী ওসমান হাদির চির বিদায়: প্রতিবাদ ও বিক্ষোভে উত্তাল ছিল জকিগঞ্জ জকিগঞ্জে পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার জকিগঞ্জে মহান বিজয় দিবসকে ঘিরে নানা আয়োজন তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ফাহিম আল্ চৌধুরী মতপ্রকাশের স্বাধীনতা: সাংবাদিকেরা কতটা নির্ভয়ে কাজ করতে পারেন? জকিগঞ্জে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে একটি স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী

জকিগঞ্জে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন

এম.এ.ওয়াহিদ চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটের জকিগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবোজ্জ্বল এই দিনে উপজেলাজুড়ে দিনব্যাপী সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
দিবসের কর্মসূচি শুরু হয় ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে। এরপর জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, জকিগঞ্জ সার্কেলের নেতৃত্বে সার্কেল অফিস ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশ। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহিদদের স্মরণে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান/ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ ঘটিকায় জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, সকাল ৯টা ২০ মিনিটে একই স্থানে কুচকাওয়াজ, ডিসপ্লে ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ জোহর মসজিদ, মন্দির, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকাল ৩ ঘটিকায় জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জকিগঞ্জ উপজেলা প্রশাসন বনাম জকিগঞ্জ পৌরসভা প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যা ৬ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও দিনের সুবিধাজনক সময়ে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরো দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোঃ মফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আহাদ, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, সমবায় কর্মকর্তা ফখর উদ্দিন, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. ছারওয়ার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা বিজয় দেবনাথ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সহ-সভাপতি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, জকিগঞ্জ প্রেসক্লাবের সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাহবুবুল করিম ও স্টাফ রিপোর্টার খাইরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রশাসন। ইউএনও মাসুদুর রহমানের রুচিশীল দিকনির্দেশনায় দিবসটির আয়োজন ছিল ব্যতিক্রমধর্মী ও সুশৃঙ্খল। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে সবার মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট