সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বেপরোয়া গতির নোহা গাড়ির ধাক্কায় মিশুক রিকশা উল্টে চালক আবুল কালাম (৪৫) নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার নওয়াগ্রাম রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম রাজপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জকিগঞ্জ সংবাদকে জানান, রাত সাড়ে ৭ টার দিকে স্থানীয় সড়কের বাজার থেকে যাত্রী নিয়ে মিশুক চালক আবুল কালাম নওয়াগ্রাম যাচ্ছিলেন। সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে মিশুক চালক নওয়াগ্রাম ফাঁড়ি রাস্তায় ঢুকার সময় পেছন থেকে জকিগঞ্জগামী একটি নোহা গাড়ি মিশুক গাড়িকে ধাক্কা দিলে মিশুক উল্টে চালক গুরুতর আহত ও দুইজন যাত্রী কিছুটা আহত হন। এ সময় নোহা গাড়িটি জকিগঞ্জের দিকে দ্রুত চলে গেলে এলাকার লোকজন চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সড়কের বাজারে নিয়ে যান। অবস্থা মারাত্মক খারাপ হওয়ায় স্থানীয় ফার্মেসির চিকিৎসকরা তাকে সিলেট নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ সংবাদকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত চালকের লাশ সিলেট এম.এ.জি.ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। অভিযুক্ত নোহা গাড়ি ও চালকের কোন তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply