জকিগঞ্জে পানিতে ডুবে সাজেদ আহমদ নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ২ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব শাহজালালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদ আহমদ পূর্ব শাহজালালপুর গ্রামের শাহিন আহমদ (কটাই মিয়া)’র ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু সাজেদ আহমদ সবার আড়ালে হেটে হেটে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেলে পরিবারের লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটির ভাসমান দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সোনাসার রাবেয়া খাতুন জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজেদ আহমদকে মৃত ঘোষণা করেন। বিষয়টির সত্যতা স্বীকার করেন শিশুটির দাদা তেরাই মিয়া জানান, আমার নাতি সবার অগোচরে কোনমতে হেটে হেটে পুকুরে পড়ে মারা যায়। পরে আমরা চেয়ারম্যান, মেম্বার ও পুলিশকে জানিয়ে দাফন করেছি।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পাইনি। এ কারণে ময়নাতদন্তও হয়নি। আর পানিতে পড়ে মারা যাওয়া শিশুকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা বেশীভাগ সময় বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দিয়ে থাকি।
Leave a Reply