জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সালেহপুর গ্রামে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে প্রবাসীর বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরের সব কিছু নিয়ে যায়। বাড়ির মালিক দুবাই প্রবাসী শিব্বির আহমদ জানান, “কিছুদিন আগে দেশে এসেছি। বর্তমানে সিলেট শহরে বসবাস করছি। এ সুযোগে চোরেরা বাড়ির সকল মালামাল নিয়ে পালিয়ে গিয়েছে। আমি এলাকাবাসীকে নিয়ে বসে সবার পরামর্শে থানায় অভিযোগ করবো।
জানা যায়, চোরের দল বাড়িতে থাকা পানির মোটর, ফ্রিজ, সৌর বিদ্যুতের ব্যাটারি, টিভি, সিলিং ফ্যান ও টিউবওয়েলসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। বাড়িতে কেউ না থাকায় চোরেরা রাতের আঁধারে বারান্দার উপর দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করে এবং চুরি শেষে দরজা খুলে সব মালামাল নিয়ে পালিয়ে যায়।
সালেহপুর গ্রামের আছরারুল হক সাফওয়ান বলেন, সালেহপুর গ্রামে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তিন মাস আগে আমার বাড়িতেও একইভাবে চুরি হয়। গত ছয় মাসে সালেহপুরে অন্তত পাঁচ-ছয়টি চুরির ঘটনা ঘটেছে। আমরা ধারণা করছি চোরেরা বাইরের নয়, আশপাশের গ্রামেরই কেউ।
তিনি আরও বলেন-গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এ বিষয়ে আলোচনা করছেন। আশা করা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রকৃত চোরদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
Leave a Reply