জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নুরে ইসলাম (২২) নামের এক যুবক মারা গেছেন। শনিবার (৫ এপ্রিল) সকালে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউপি’র উত্তর বারগাত্তা গ্রামে নিজ বাড়িতে গাছ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরেল ইসলাম (২২) উত্তর বারগাত্তা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বাড়ির পাঁশে একটি গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় সোনাসার বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরেল ইসলামের জানাজার নামাজ শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply