আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হওয়া বিনামূল্যে টাইফয়েড টিকাদানকে সামনে রেখে বিশেষ কর্মসূচি পালন করেছে কামালগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ। জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আব্দুল আহাদ-এর অনুপ্ররেণায় কামালগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ মানবিক এ কর্মসূচি পালন করে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় রহিমপুর সুন্নি দাখিল মাদ্রাসায় ফ্রী টাইফয়েড অনলাইন আবেদন কর্মসূচিতে মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা অংশ নেন। অংশ গ্রহণকারীরা হলেন- তানজির হোসেন, খাইরুল ইসলাম, সবুজ আহমদ, সুলতান আহমদ, সাদিক আহমদ, দিদারুল ইসলাম ও সাহেদ আহমদ প্রমুখ। তারা ল্যাপটপ ও মোবাইল ফোন ব্যবহার করে মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থীর অনলাইন আবেদন সম্পন্ন করেন।
মাদ্রাসার শিক্ষক জসিম উদ্দিন বলেন, “স্কাউট টিম আমাদের শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করিয়ে দিয়ে অনেক উপকার করেছে। অনেক অভিভাবক আর্থিক সংকট বা অন্যান্য কারণে সময়মতো আবেদন করতে পারেন না। আজকে ফ্রী করে দেওয়ায় আমরা খুব খুশি। ভবিষ্যতেও এরকম উদ্যোগ আশা করি।”
কামালগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা জানান, প্রতিষ্ঠার পর থেকে তারা জকিগঞ্জ উপজেলায় বিভিন্ন মানবিক কার্যক্রমে সহযোগিতা করে আসছেন। আজকের এই কর্মসূচি পালন করতে পেরে তারা গর্ব অনুভব করছেন এবং ভবিষ্যতেও সমাজসেবামূলক কাজে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়, যার বেশিরভাগই ১৫ বছরের কম বয়সী। তবে এক ডোজ টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
Leave a Reply