সিলেট থেকে মোটর সাইকেলে করে নিজের বিয়ের মালামাল নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হোসাইন আহমদ বাবুল (২৪) নামের এক প্রবাসী যুবক। মঙ্গলবার (৬ মে) বিকাল পৌনে ৩ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউপির আটগ্রাম বাসস্টেশনের পশ্চিমে সিলেট-জকিগঞ্জ সড়কের মাদাননগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হোসাইন আহমদ (বাবুল) জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউপির শীতলজুড়া গ্রামের মখলিছুর রহমান তাপাদারের ছেলে।
জানা যায়, আগামী ৯ মে শুক্রবার নিহত হোসাইন আহমদ তাপাদারের বিয়ে দিন ধার্য্য ছিল। বিয়ে উপলক্ষে সিলেট থেকে কেনাকাটা করে মালামাল নিয়ে বাড়ি ফেরার পথে আটগ্রাম বাসস্টেশনের পশ্চিমে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে তিনি নিহত হন। এ সময় তার সাথে মোটর সাইকেলে ছিল কাওছার আহমদ নামে এক যুবক। তবে কাওছারের তেমন কিছু হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয় মাদাননগর গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী জসিম আহমদ জকিগঞ্জ সংবাদকে বলেন, মোটর সাইকেল আরোহী যুবক একটি গাড়ি অভারটেক করে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাৎক্ষণিক আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে রাস্তায় মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তবে উনার সাথে থাকা কাওছার আহমদ তেমন কোন আঘাত পাননি।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ সংবাদকে বলেন, এ দূর্ঘটনার বিষয়ে আমাদের কেউ কোন খবর জানায়নি। সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে জানালে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply