জকিগঞ্জ উপজেলায় এক ঘন্টার ব্যবধানে কসকনকপুর ও বারঠাকুরী ইউনিয়নে দু’টি ছিনতাইয়ের ঘটনার পর এবার একই রাতে আরেকটি ইউনিয়নে এমন ঘটনার খবর পাওয়া গেছে।
ঘটনাটি বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাত ২টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পীরনগর এলাকার চিরপুর গ্রামে ঘটেছে।
স্থানীয়রা জানান, পীরনগর এলাকার চিরপুর গ্রামের দোকানদার আইনুল হকের হাত-পা বেঁধে তার দোকান লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। একই গ্রামের এক ব্যক্তি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আইনুল হকের এ মর্মান্তিক এ অবস্থা দেখে চিৎকার করলে গ্রামবাসী এসে থাকে চিকিৎসার জন্য জকিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে একই রাতে এ রকম দুর্ধর্ষ ৩টি ঘটনা সংঘটিত হওয়ায় পুরো উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, আমরা সব ক’টি ঘটনার বিষয়ে কাজ করছি। আসামীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে।
Leave a Reply