জকিগঞ্জে বেপরোয়া গেইটলক বাস চাপায় আবির হোসেন বাবু (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) পৌনে এগারোটার দিকে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের আব্দুল মতিন কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির হোসেন বাবু জকিগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে এবং গণীপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। মর্মান্তিক এ ঘটনার পর থেকে বেলা ২ ঘটিকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত ছাত্র-জনতা জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে।
গণীপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল হাসান মাহমুদ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, নিহত আবির হোসেন বাবু আমার স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে স্কুলে আসার পথে বেপরোয়া গেইটলক বাস চাঁপা দিলে সে মারা যায়। এ ঘটনায় ছাত্র-জনতা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ এসে ছাত্রদের উপর লাটিচার্জ করলে ছাত্র-জনতা সড়ক অবরোধ করে রাখেন বলে অভিযোগ করেন। তিনি আরও জানান, অবরোধ উত্তোলনের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নেতৃত্বে প্রশাসনের লোকজনকে নিয়ে বৈঠক চলছে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, দূর্ঘটনার খবর শোনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ কোন লাটি নিয়ে ঘটনাস্থলে যায়নি, বিধায় ছাত্রদের লাটিচার্জের প্রশ্নই আসেনা। সার্বিক পরিস্থিতি পুলিশ ভিডিও করে রেখেছে। পরিস্থিতি শান্ত হলে এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply