জকিগঞ্জ শহরের ডেকোরেটার্স ব্যবসায়ী জাবু আহমদের ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ভুক্তভোগী জাবু আহমদ জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, বুধবার রাতে জকিগঞ্জ উপজেলার শিতলজুরা গ্রামের বাড়ির সামনের রাস্তা থেকে জাবু আহমদের মোটরসাইকেলটি চোরেরা নিয়ে যায়। তাৎক্ষণিক তিনি আশপাশে খোঁজাখুঁজি করেও পাননি। পরে ৭ আগস্ট বৃহস্পতিবার তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। চুরি যাওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর: 08A436472 এবং চেসিস নম্বর: 380036791।
এই মোটরসাইকেলের সন্ধান কেউ পেয়ে থাকলে জাবু আহমদ-এর ০১৭২৬৭৪৫৭৫১ নাম্বারে দ্রুত জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সাধারণ ডায়রি নথিভুক্ত করা হয়েছে এবং মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply