জকিগঞ্জে মা বোনকে নির্যাতনের অভিযোগে আলী হোসেন সাপলু (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলী হোসেন শাপলু জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিয়াগুল গ্রামের লন্ডন প্রবাসী ছালিক আহমদের ছেলে।
এর আগে জকিগঞ্জ সংবাদ-এর অনলাইন টিভি সংস্করণ জকিগঞ্জ এস.টিভি লাইভ পেইজে গ্রেপ্তারকৃত সাপলুর মা ও বোন একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন যে, আলী হোসেন শাপলু নিজের বোন ও মাকে নেশার করার জন্য টাকা দিতে নির্যাতন চালাচ্ছে।৷ বিষয়টি তাৎক্ষণিক পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ বিষয়টি অবগত হয়ে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা আলী হোসেন সাপুলু’র মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছি।
Leave a Reply