জকিগঞ্জে আবারও পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আহমদ (৪৫) নামের যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৩নং ওয়ার্ডের অন্তর্গত আটগ্রাম নোয়াগ্রাম যাত্রী ছাউনির একটু পশ্চিমে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আহমদ জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর শাহজালালপুর (খাসেরা) গ্রামের আব্দুল আজিজ-এর ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, যুবক জয়নাল আহমদ মোটর সাইকেল চালিয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক দিয়ে পশ্চিম দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি পিকআপ আসছিল। এমতাবস্থায় নোয়াগ্রামের একটি ফাঁড়ি রাস্তা দিয়ে আরেকটি একটি পিকআপ ট্রাক জকিগঞ্জ-সিলেট সড়কে উঠেই জয়নাল আহমদ-এর মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেল সহ তিনি পার্শ্ববর্তী কৃষিজমিতে পড়ে গেলে তাঁর দু’টি পা ভেঙ্গে যায়। তন্মধ্যে ডান পায়ের অবস্থা ছিল মারাত্মক। অন্যদিকে ধাক্কা দেয়া পিকআপ ট্রাকটিও রাস্তার পাঁশে পড়ে যায়। তাৎক্ষণিক এলাকার লোকজন গুরুতর আহত মোটর সাইকেল আরোহী জয়নাল আহমদ-কে উদ্ধার করে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ মাসুদ-এর নির্দেশে সরজমিন তদন্ত করেন উপ-পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন।
Leave a Reply