1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান উপলক্ষে প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর খাদ্য সামগ্রী বিতরণ মঙ্গলবার জকিগঞ্জেের চৌধুরী বাজারে প্রবাসী রায়হান আহমদ রাসেল সংবর্ধিত জকিগঞ্জে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত: ২১ রমজান ইফতার মাহফিল জকিগঞ্জে পবিত্র রমজানে কুরআনের আলো ছড়াচ্ছে তিন শতাধিক কিরাত প্রশিক্ষণ কেন্দ্র জকিগঞ্জের আলোচিত রহিমপুর পাম্প হাউস পরিদর্শন করলেন সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জকিগঞ্জে বাসের ধাক্কায় টমটম চালক নিহত সিলেটে ভাড়াটিয়া বাসা থেকে জকিগঞ্জের প্রবাসীর স্ত্রী শেফা’র ঝুলন্ত লাশ উদ্ধার জকিগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ৭ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ জকিগঞ্জে শেখ আয়েশা খাতুন বড়বাড়ী হিফজুল কুরআন একাডেমির স্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন

জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান সম্পন্ন

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জে প্রতিবছরের ন্যায় এবারও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৪০তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) জকিগঞ্জ সদর ইউনিয়নে অবস্থিত সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ট্রাস্টের সভাপতি মেজর (অব.) নাজিম উদ্দীন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউসেফ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর উবায়দুর রব, পূবালী ব্যাংকের পরিচালক রানা লায়লা হাফিজ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক কুতুব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাব্বির আহমদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার, কানাইঘাটের সচিব হারুন আহমদ। বৃত্তিপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পার্থ বৈষ্ণব, আবির, মাইশা জান্নাত রিচি, ইমরানা ফেরদৌস বৃষ্টি।
ট্রাস্টের চেয়ারম্যান নাজিম উদ্দিন মজুমদারের স্বাগত বক্তব্যে সুচীত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ্-এর প্রিন্সিপাল অবঃ লেঃ কর্নেল মুনির আহমদ কাদেরী, শিবগঞ্জের প্রিন্সিপাল প্রানবন্ধু বিশ্বাস, দক্ষিণ সুরমার প্রিন্সিপাল নাজমুল বারী জামালী, মেজরটিলা ক্যাম্পাস-এর প্রিন্সিপাল মোঃ ফয়জুল হক, পাঠানটুলা গার্লস কলেজের প্রিন্সিপাল আব্দুল আজিজ, স্কলার্সহোম প্রিপারেটরী স্কুল পাটানটুলার ভাইস প্রিন্সিপাল জেবুন নেসা জীবন। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক হালিম আহমদ ও গীতা পাঠ করেন প্রতিভা নিবাসের শিক্ষার্থী অনন্যা দাস ঐশী। প্রধান অতিথির বক্তব্যে ড. উবায়দুর রব বলেন, বিশ্বের সাথে যাতে প্রতিযোগিতায় টিকে দেশকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজের স্থান করে নিতে হলে এই প্রজন্মকেই কারিগরি শিক্ষায় উচ্চততর জ্ঞান লাভ করতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে রানা লায়লা হাফিজ বলেন, শিক্ষার্থীদের শুধু মেধাবী হলে হবে না, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হতে হবে। ঘুষ, দুর্নীতিমুক্ত ও উন্নত আগামীর বাংলাদেশ বিনির্মানে নতুন প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে।
সভাপতির বক্তব্যে ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) নাজিম মজুমদার বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের শিক্ষার উন্নয়নে হাফিজ মজুমদার ট্রাস্ট হাফছা মজুমদার প্রতিভা নিবাসসহ বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সকলের দোয়া ও সহযোগিতা পেলে এই ট্রাস্টের কার্যক্রমে উপকৃত হবে জকিগঞ্জ-কানাইঘাটের সুবিধাবঞ্চিত বিশাল জনগোষ্ঠী।
ট্রাস্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় মাধ্যমিক স্তরে (৬ষ্ট-১০ম শ্রেণি) মোট ৫২টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বৃত্তি প্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা ৩৫ জন। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১৭০৯ জন। এর মধ্যে বৃত্তি পেয়েছেন ৩১৩ জন। এদিকে প্রাথমিক স্তরে অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা ছিল ১৬৭ টি। বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা ৮৪ টি। এসব বিদ্যালয়ের ২২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি লাভ করেন ৩৪০ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট