“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে জকিগঞ্জ উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে সোমবার (১লা মে) বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল-এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সি.এ. মোঃ আব্দুল ফাত্তাহ-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাবেয়া খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ মোঃ ফরিদ, পল্লী বিদ্যুৎ জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জিল্লুর রহমান সুহেল, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জকিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক লিটন চন্দ্র রায়, ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হক, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সজল কুমার সিংহ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ বেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী প্রমূখ।
Leave a Reply