সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ইছামতি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এ চক্ষু শিবিরের আয়োজন করে।
অত্যান্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবিরে ১৩জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে পাঁচ শতাধিক চক্ষু রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। তন্মধ্যে প্রায় ৩’শ জন চক্ষু রোগীকে বিনামুল্যে ঔষধ ও ১’শ ৫০জনকে ফ্রি চশমা প্রদান করা হয়। এছাড়া আরও ৪৩ জন নারী-পুরুষকে অপারেশনের জন্য তাৎক্ষণিক সিলেটের ওসমানীনগর উপজেলার বার্ড আই কেয়ার সার্ভিসে নিয়ে যাওয়া হয়। জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সার্বিক ব্যবস্থাপনা ও অর্থায়নে এসব রোগীদের চক্ষু অপারেশ করা হবে বলে আয়োজকরা জানান।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন।
জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস-এর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহতাব উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের ১৩নং ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী ও জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অন্যতম উপদেষ্টা আলহাজ্ব ইসমাঈল আলী, সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী, কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান, শিক্ষক মাওলানা আব্দুল খালিক, বিশিষ্ট সমাজসেবী ও সালিশী ব্যক্তিত্ব শফিকুল হক তাপাদার, ইছামতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী রিলন, বিশিষ্ট রাজনীতিবীদ মোঃ আব্দুল করিম, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ জি এম বাবর, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল করিম, যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, জাতীয় পার্টি নেতা নুমান উদ্দিন চৌধুরী, সমাজসেবী মোঃ ফজলুর রহমান, মোঃ আব্দুছ ছালিম, ইউপি সদস্য ফারুক আহমদ, আব্দুল কাদির, এসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল আলম চৌধুরী বাবু ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ ময়নুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের জনহিতকর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের জন্য সেবামূলক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান।
Leave a Reply