জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশন-এর সভাপতি কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম মামুন-এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলোর মেলার শিক্ষক হাফেজ আব্দুল কাদির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি আবুল খায়ের চৌধুরী ও জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ট্যালেন্স হোম-এর প্রিন্সিপাল তারেক আহমদ, শাহগলী শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, লতিফিয়া ইসলামিক আইডিয়্যাল একাডেমির প্রধান শিক্ষক ইয়াহইয়া আহমদ চৌধুরী ও আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জামিল আহমদ প্রমূখ।
Leave a Reply