জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক মামলার আড়াই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ ঘটিকার দিকে উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের বরইরতল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইকবাল হোসেন (৩৮) জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের কাদিপুর গ্রামের আব্দুল করীমের ছেলে।
জকিগঞ্জ থানার এএসআই হরিধন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন।
ওসি বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে জকিগঞ্জ থানা পুলিশ নানা মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি থানা এলাকার আইন শৃংখলা উন্নয়ন ও অপরাধ নির্মূল সহ ওয়ারেন্টভূক্ত এবং সাজাপ্রাপ্ত আসামী ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। অপরাধ নির্মূলে এবং মাদক নিয়ন্ত্রণে বরাবরের মতই তিনি আবারও জকিগঞ্জবাসির আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply