জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ১২ দিন পর ভারতের করিমগঞ্জ থেকে আবদুল মালিক (৪৩) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর করে। পরে জকিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে লাশটি তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
আবদুল মালিক জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক গ্রামের মিরাশি বাড়ির বাসিন্দা।
জানা গেছে, আব্দুল মালিকের ভারতে আত্মীয়-স্বজন রয়েছে। তিনি প্রায়ই জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতেন। পরিবার ধারণা করছে, তিনি করিমগঞ্জে স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন।
দুই দিন আগে করিমগঞ্জের কুশিয়ারা নদী থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। পরে করিমগঞ্জে থাকা আব্দুল মালিকের স্বজনেরা লাশটি শনাক্ত করেন। এর পর বিএসএফ বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে পুলিশের নিকট লাশ হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নিহত আব্দুল মালিকের ছোট ভাই আনসার সদস্য আব্দুল মুকিত জানান, আমার বড় ভাইকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আত্মীয়-স্বজনের মাধ্যমে জানতে পারি ভারতীয় পুলিশের জিম্মায় তাঁর লাশ রয়েছে। কিভাবে তিনি মারা গেলেন সে বিষয়ে আমরা কিছুই জানিনা।
নাম প্রকাশে অনিচ্ছুক জকিগঞ্জ বিজিবি’র ক্যাম্প কমান্ডার জানান, বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান স্যারের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের নিকট লাশ হস্তান্তর করেছে। আমরা শুধুমাত্র নিরাপত্তার দায়িত্বে ছিলাম। এ বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই। জকিগঞ্জ থানা থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ শনিবার রাতে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
Leave a Reply