সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় বিএসএফ-এর হাতে আটক সেলিম আহমদ জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর (কাপনা) গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।
পরিবারের দাবি, মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর ৫ টার দিকে স্থানীয় বেউর এলাকার কুশিয়ারা নদীর বেড়িবাঁধ থেকে মাছ ধরার সময় তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরে ভারতে আত্মীয়দের মাধ্যমে জানতে পারেন-বিএসএফ সেলিমকে ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে। বর্তমানে সে রক্তাক্ত অবস্থায় বিনা চিকিৎসায় ভারতের ইষ্টিমার ক্যাম্পে রয়েছে। তবে তাকে মাইজদী ক্যাম্পে নেওয়ার প্রস্তুতি চলছে।
বিষয়টি সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম মুন্না বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে বিএসএফ সেলিম আহমদকে আটক করেছে।
জকিগঞ্জ বিজিবির লোহারমহল ক্যাম্পের কমান্ডার জহির আলম বলেন, সেলিম আহমদ আন্তর্জাতিক সীমা অতিক্রম করে ইয়াবা আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন। তার কাছ থেকে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসামের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ২২,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিএসএফ, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৩০ লাখ রুপি। এ সময় একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
Leave a Reply