জকিগঞ্জ আল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান বলেছেন, জীবনে সফল মানুষ হিসেবে নিজেকে দেখতে চাইলে ক্যারিয়ারের পেছনে পরিশ্রম করতে হবে। যারা অলস, সময়কে মূল্য দিতে জানেনা; তাদের জীবনে ব্যর্থতা ও গ্লানি লেগেই থাকে।’ তিনি আরও বলেন, ‘আল্লাহ প্রত্যেক মানুষের মধ্যেই সফলতার বীজ বুনে রেখেছেন। এই সুপ্ত বীজকে যত পরিচর্যা করা যাবে, যোগ্যতা ও দক্ষতার সোপানে এগিয়ে যাওয়া সম্ভব হবে। আর যোগ্যদের জন্যই এ পৃথিবী। আধুনিক বিশ্বে যোগ্যতা ও দক্ষতা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই আজকের শিক্ষার্থীদেরকে যোগ্যতম হিসেবে নিজেকে তৈরী করতে প্রাণান্তকর চেষ্টা করে যেতে হবে।’
তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আল ইহসান একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গ রাজ্যের বার্ড একাডেমির প্রিন্সিপাল মিসেস রায়হান আক্তার ও ডেট্রয়েট সিটির ফিনান্স ম্যানেজার এএসএম নূরুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল ইহসান একাডেমির প্রিন্সিপাল এ কে আজাদের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক নাজিমুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল ইহসান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি আহমদ আবদুল কুদ্দুস, সাবেক সভাপতি জাফরুল ইসলাম, সাবেক সেক্রেটারি মোহাম্মদ কুদরতুল্লাহ, একাডেমির শিক্ষক ইমরান আহমদ ও শিক্ষার্থী এমিলি প্রমূখ।
সংবর্ধিত অতিথিদ্বয় আল ইহসান একাডেমির সাফল্যের ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আকাঙ্খা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আল ইহসান ফাউন্ডেশনের ট্রেজারার নজরুল ইসলাম, নির্বাহী সদস্য আলতাব হোসাইন সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply