সিলেটের জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়িতে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামের হাজারো গরীব-অসহায়, এতিম, বিধবা ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ যোহর লতিফি হ্যান্ডস-এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.)-এর বড় ছাহেবজাদা মানবতার প্রতিক, মুর্শিদে বরহক্ব আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। তাঁর উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে এক মানবিক ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফি হ্যান্ডস বাংলাদেশ-এর জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী, লতিফিয়া এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা ও লতিফি হ্যান্ডস-এর কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। দাতাগণের সহযোগিতায় লতিফি হ্যান্ডস পরিচালিত এ উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি এনে দেবে বলে তারা আশাবাদী।
Leave a Reply