সিলেটের জকিগঞ্জে পবিত্র মসজিদ নিয়ে ফেসবুক কমেন্টে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের জন্য ফেসবুক লাইভে এসে দীপক বিশ্বাস (২৭) কানধরে ক্ষমা চাওয়ার পর এবার পরিবারের লোকজন ক্ষমা চাইলেন সবার নিকট।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জকিগঞ্জ থানায় ধর্মীয় ব্যক্তিবর্গ, ধর্মীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণের উপস্থিতিতে পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন সকলের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার আহবানে এ বৈঠকে উপস্থিত জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন তাপাদার, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক কেএম মামুন, উপজেলা আল ইসলাহ নেতা মাওলানা ফদ্বলুর রহমান ও ইউপি সদস্য লুৎফুর রহমান প্রমূখ।
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সদস্য শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জোতিষ চন্দ্র পাল, শিক্ষক শুভ্রকান্তি দাস চন্দন, বাংলাদেশ পুজা পরিষদ জকিগঞ্জ উপজেলা সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক শ্রীকান্ত পাল, জকিগঞ্জ পূজা পরিষদের সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক কর্ণময় দাস, শিক্ষক নবেন্দু রায়, সাবেক ইউপি সদস্য নব কিশোর বিশ্বাস ও অসিত বিশ্বাসসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ।
বৈঠকে হিন্দু যুবক দিপক বিশ্বাস, তার বাবা ও আত্মীয়রা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে করা তার ফেসবুক মন্তব্যের জন্য উপস্থিত সকলের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কোন কাজ তার দ্বারা হবে না মর্মে প্রতিশ্রুতি দেন। উপস্থিত মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ জকিগঞ্জের শান্তি শৃংখলা বজায় রাখতে ও ইসলাম ধর্মে ক্ষমা মহৎ গুণ এ কারণে তাকে ক্ষমা করে দেন। সকল নেতৃবৃন্দ এ বিষয় নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ধর্মীয় সম্প্রীতির বজায় রাখতে সকলের আহবান জানান।
Leave a Reply