শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)-এর আগামীকাল ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার অনুষ্ঠিতব্য ২০২৪-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষায় অংশ নিতে জকিগঞ্জ উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিশেষ সহায়তা কার্যক্রমের আশ্বাস প্রদান করেছে জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্ট (জেডএসও)।
সংগঠনটি পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে, তাদের যেকোনো প্রয়োজন, বিশেষ করে আবাসনসহ অন্যান্য সহায়তায় জেডএসও পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেছে। সংগঠনের সভাপতি হাবিবুর রহমান মাসরুর বলেছেন – ইতোমধ্যে ZSO Admission Help Desk এর মাধ্যমে প্রায় শতাধিক শিক্ষার্থীকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এবং পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের জেডএসও’র অফিশিয়াল পেইজে দেওয়া নম্বরগুলোর মাধ্যমে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।
যোগাযোগের জন্য —
১. হাবিবুর রহমান মাশরুর
মোবাইলঃ +8801779900510
২. জুবায়ের আহমদ মাহিন
মোবাইলঃ +8801616102533
৩. আহমদ মারজান
মোবাইলঃ +8801933880412
৪. সালাহউদ্দিন মারুফ
মোবাইলঃ +8801312656729
৫. আব্দুল্লাহ আল মালেক
মোবাইলঃ +8801795351883
শুভকামনায়—জেডএসও।
Leave a Reply