জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান বলেছেন, সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল দেশ গড়ে তোলা সম্ভব। দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।
তিনি বলেন, দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ কাজ আমরা অনায়াসে করতে পারি। সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।
শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবসে সিলেটের জকিগঞ্জ উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিন।
রাইজিংসান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক খালেদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া ও উপজেলা প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান।
এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পূর্বে বিপূল পরিমাণ সমবায়ীদের অংশ গ্রহণে সকাল ১১ ঘটিকায় বর্ণাঢ্য র্যালী ও শুভাযাত্রা শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
Leave a Reply